ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাত জেলা লকডাউনের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৩১ মে ২০২১   আপডেট: ১৩:৩২, ৩১ মে ২০২১
সাত জেলা লকডাউনের সুপারিশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ার কারণে সীমান্তবর্তী সাত জেলা লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রী পরিষদে এই সুপারিশ পাঠানো হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশিদ আলম।

জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে বিশেষ লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে।  সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘সোমবার (৩১ মে) রাত ১২টা থেকে ৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন থাকবে।’ 

তিনি বলেন, ‘এই সময়ে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। লকডাউন চলাকালে কোনো প্রকার যানবাহন রাজশাহী বা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। সাপ্তাহিক হাটসহ সব প্রকার দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ থাকবে, যদিও খোলা থাকে তাহলে ওই সব স্থানে ভিড় করা চলবে না। আড়ৎ ও বাগান থেকে স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় করা যাবে। এই সময়ে সবাইকে ব্যাধ্যমূলক মাস্ক পরতে হবে।’ 

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়