ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সোমবার রাতে আসছে ফাইজারের টিকা

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৩১ মে ২০২১   আপডেট: ১৪:৪৩, ৩১ মে ২০২১
সোমবার রাতে আসছে ফাইজারের টিকা

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা দেশে আসছে আজ। 

সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম এ তথ‌্য নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘আজ রাতেই টিকা চলে আসবে বলে আশা করছি। গতকাল (রোববার) সন্ধ্যায় টিকা আসার কথা ছিল। কিন্তু ওরা আবার জানাল যে, তাদের হিসাবে গণ্ডগোল হয়েছে। তাই আজ রাতে টিকা আসছে।’

৩০ মে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছিলেন, ‘ফাইজারের যে টিকা রাতে আসার কথা ছিল, সেগুলো আজ আসছে না। নির্দিষ্ট যে ফ্লাইটটি টিকা নিয়ে আসার কথা ছিল, সেটি আমরা পাইনি।’ 

টিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গতকাল ফাইজার থেকে টিকা আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে গতকাল টিকা আসেনি। আজ রাতে কুয়েত এয়ার লাইন্সের বিশেষ বিমানে ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে।'

তিনি বলেন, ‘দেশে মোট ৫ কোটি লোককে টিকার ডোজ দিতে পারলে আমরা করোনা থেকে পরিপূর্ণ সুরক্ষা পাব বলে আশা করছি।’ 

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই কোভ্যাক্স থেকে  টিকা পাওয়ার কথা ছিলো। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে টিকার সংকট তৈরি হওয়াতে তা পিছিয়ে যায়।

ঢাকা/মেসবাহ য়াযাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়