ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৭১০

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৩১ মে ২০২১   আপডেট: ০০:৩৬, ১ জুন ২০২১
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৭১০

দেশে করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ৭১০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫৪০ জন।

সোমবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০  হাজার ৩৭২ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ।

এর আগে রোববার (৩০ মে) দেশে করোনায় ৩৪ জন মারা যান। আক্রান্ত হন ১ হাজার ১৪৪ জন।

ঢাকা/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়