ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের দ্বিতীয় সেট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২ জুন ২০২১   আপডেট: ১২:০৬, ৩ জুন ২০২১
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের দ্বিতীয় সেট

দেশের প্রথম মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে মতিঝিলের এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় মেট্রো ট্রেন সেট ঢাকায় এসেছে পৌঁছেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মঙ্গলবার (১ জুন) রাতে ট্রেন সেটগুলো ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের ছয় কোচ বিশিষ্ট দ্বিতীয় মেট্রো ট্রেন সেট ২১ এপ্রিল জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজ। ৯ মে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। মোংলা বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত নানা কার্যক্রম শেষ করে ২৪ মে মোংলা সমুদ্রবন্দর থেকে বার্জে করে দ্বিতীয় মেট্রো ট্রেন সেট নদী পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

২৬ মে দ্বিতীয় মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ ঝালকাঠিতে পৌঁছায়। ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে ঝালকাঠিতেই নোঙ্গর করে রাখা হয় বার্জটি। 

ডিএমটিসিএল সূত্র জানায়, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় ২৮ মে মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ যাত্রা শুরু করে। তারপর নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় মেট্রো ট্রেন সেট উত্তরার ডিপোতে এসে পৌঁছায়।

মেট্রোরেলের প্রথম ট্রেন সেটের ইতোমধ্যে উত্তরার ডিপোতে প্রদর্শনীও হয়েছে।

হাসান/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়