ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় আর্কাইভস বিল সংসদে উত্থাপন

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৬ জুন ২০২১   আপডেট: ১২:৫২, ৬ জুন ২০২১
জাতীয় আর্কাইভস বিল সংসদে উত্থাপন

সংসদে উত্থাপন করা হয়েছে বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল-২০২১ আইনের খসড়া ।

রোববার (৬ জুন) জাতীয় সংসদে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আইনটি সংসদে উত্থাপন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়, ১৯৮৩ সালের অধ্যাদেশ বাতিল করতে নতুন করে আইন করা দরকার। আর্কাইভসে রক্ষিত রেকর্ড চুরি, নষ্ট বা হ্যাক করলে তিন বছরের জেল, ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। রেকর্ড পাচার করলে ৫ বছরের জেল এবং ১ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। খসড়া আইনে রেকর্ডের সফট কপি করার বিধান রাখা হয়েছে।

এ আইনে গবেষক ও তথ্য সেবা গ্রহীতাদের অনলাইন ডিজিটাল সেবা দেওয়ার জন্য আর্কাইভ ডিজিটাল সেবা বা তথ্য প্রযুক্তি সেবা দিতে বিধান রাখা রয়েছে। ফি দিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলে রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো গোপন দলিল না হলে সরবরাহ করার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়