ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এনআইডি পেতে রোহিঙ্গাদের সহায়তা করেন ইউপি চেয়ারম্যান-মেম্বাররা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৬ জুন ২০২১   আপডেট: ১৫:৫৯, ৬ জুন ২০২১
‘এনআইডি পেতে রোহিঙ্গাদের সহায়তা করেন ইউপি চেয়ারম্যান-মেম্বাররা’

সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন (ফাইল ফটো)

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র পেতে সহায়তা করছেন বলে অভিযোগ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার (৬ জুন) ‘সরকার কর্তৃক জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগ ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে এ অভিযোগ করেন তিনি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ সংলাপের আয়োজন করে।  

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে রাজনৈতিক সরকারের অধীনে নেওয়ার প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের ভোটার করার ক্ষেত্রে ইসির চেয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের দায় বেশি হওয়ার বিষয়টি বিভিন্ন তদন্তে উঠে এসেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ দিয়ে এনআইডি পেতে সহায়তা করেছে। রাজনৈতিক সরকারের কাছে এনআইডির দায়িত্ব গেলে পরিস্থিতি আরও খারাপ হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়ে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির দায়িত্ব না নিয়ে তারা নিজেরাই নতুন করে অবকাঠামো তৈরি করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য দেশের উদাহরণ দিয়ে লাভ নেই। অন্যান্য দেশ এটা করেছে বলে আমাদেরও করতে হবে, বিষয়টি এরকম হওয়া উচিত না। কারণ, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন করতে হলে এনআইডির দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকা অবশ্যক।’

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়