ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোসহ ৬ দফা দাবি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৩ জুন ২০২১  
নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোসহ ৬ দফা দাবি 

বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে মুক্তি দিয়ে তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি করে বিড়ির মূল্যস্তর কমানোসহ ৬ দফা দাবি পেশ করেছে বান্দরবানের লামায় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ। 

রোববার (১৩ জুন) লামা প্রেসক্লাবে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এ দাবি করে তারা।  

পরিষদের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আবু। 

এ সময় উপস্থিত ছিলেন লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিশনার চাষী মংলাসিং, পরিষদের সমন্বয়কারী ফারুক হোসেন। 

/হাসিবুল/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়