ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ শুরু

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১৪ জুন ২০২১  
ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ শুরু

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে ও সহজ শর্তে ৩০০ কোটি টাকা প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

সোমবার (১৪ জুন) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী ভবনের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুরের পাঁচজন ক্ষুদ্র উদ্যোক্তার প্রতিজনকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।

উল্লেখ্য, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন‍্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প‍্যাকেজের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ৩০০ কোটি টাকা ঋণ তহবিল বরাদ্দ পেয়েছে। ৪ শতাংশ সরল সেবামূল‍্যে দুই বছর মেয়াদে এসব ঋণ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উন্নয়নকাজ অব‍্যাহত আছে।’

ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এ ঋণ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ার জন‍্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডুর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়