ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সিনোভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৫ জুন ২০২১  
‘সিনোভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন

চীনের তৈরি করোনাভাইরাসের ভ‌্যাকসিন ‘সিনোভ্যাক’ জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন।

এ নিয়ে বাংলাদেশে ছয়টি করোনা টিকা অনুমোদন পেলো। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’, রাশিয়ার তৈরি ‘স্পুতনিক ভি’, চীনের  সিনোফার্মা ও যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি টিকা ব‌্যবহারের অনুমোদন দেয়। বাংলাদেশ ছাড়াও ২২টি দেশে ‘সিনোভ্যাক’ ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

১৮ বছরের বেশি বয়সী মানুষদের দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে দুই ডোজ ‘সিনোভ‌্যাক’ নিতে হবে। টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সিনোভ্যাকের অনুমোদনের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটির এ দেশীয় এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

উল্লেখ্য, গত ১৩ জুন চীন থেকে বাংলাদেশে আসে উপহারের ৬ লাখ ডোজ সিনোভ্যাক। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কাজ করা ১৫ হাজার চীনা নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে পাবেন এ টিকা। চীনের শর্ত অনুযায়ী এই ৬ লাখ টিকা থেকে তাদের নাগরিকদের মোট ৩০ হাজার টিকা দেওয়া হবে।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়