ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কামরাঙ্গিরচরে ৬ তলা ভবন হেলে পড়ার গুজব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৭ জুন ২০২১   আপডেট: ২২:১৫, ১৭ জুন ২০২১
কামরাঙ্গিরচরে ৬ তলা ভবন হেলে পড়ার গুজব

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ছয়তলা ভবন পাশের চারতলা ভবনের ওপর হেলে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যার পর চরের খোলামোড়া ঘাট এলাকায় ভবনটি হেলে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

হাজারিবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘ভবন হেলে পড়ার কোনো তথ্য আমরা পাইনি। তবে এখনই একজন ফায়ার ফাইটারকে রেকি করতে ওই এলাকায় পাঠানো হচ্ছে। ঘটনা গুরুতর হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ বলেন, ‘ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি খোলামোড়া এলাকায় পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা কোনো হেলে পড়া ভবনের খোঁজ পায়নি। বিষয়টি গুজব বলে মনে হচ্ছে।’

এর আগেও কামরাঙ্গীরচরে একটি ছয়তলা ভবন হেলে পড়েছিল।

বিশ্লেষকদের মতে, ওই এলাকার মাটি নরম হওয়ায় এবং ভবন মালিকেরা বিল্ডিং কোড না মানায় বারবার এমন ঘটনা ঘটছে।

মেসবাহ য়াযাদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়