ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১১-২০ গ্রেডের সরকারি চাকরীজীবীদের ৮ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৮ জুন ২০২১  
১১-২০ গ্রেডের সরকারি চাকরীজীবীদের ৮ দফা দাবি

২০২১-২২ অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতা প্রদানে বরাদ্দ অন্তর্ভুক্ত, স্থায়ী পে কমিশন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণাসহ ৮ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম।  প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন দাবিগুলো মেনে নেওয়ার। দাবি মেনে নেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ফোরামটি।

শুক্রবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় ফোরামটি।

ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-কার্যকরি সভাপতি কাজী ফাহাদুর রহমান রাজু, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম খান, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম মামুন, আবুল হোসেন ও রেহান, দপ্তর সম্পাদক গাজী আবুল কালাম প্রমুখ।

৮ দফা দাবির মধ্যে রয়েছে- স্থায়ী পে কমিশন গঠন করে ৯ম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ গ্রেড অনুযায়ী  বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানো এবং পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময় যৌক্তিক পরিমাণে মহার্ঘ ভাতা প্রদান, এক ও অভিন্ন নিয়োগ-বিধি বাস্তবায়ন, সকল ভাতা বাজার অনুযায়ী পুননির্ধারণ।

ঢাকা/মামুন/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়