ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃষ্টি থাকবে ২৪ ঘণ্টা 

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৯ জুন ২০২১   আপডেট: ১২:০৪, ১৯ জুন ২০২১
বৃষ্টি থাকবে ২৪ ঘণ্টা 

ছবি : তৌহিদ মিজান

এখন বর্ষা ঋতু। আষাঢ় মাসের পাঁচ দিন আজ। আষাঢ় মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কোথাও গুঁড়িগুঁড়ি আবার কোথাও ভারী বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।  

শনিবার (১৯ জুন) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ‌্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে আগমী ২ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমবে। আর আগামী ৫ দিন আবহাওয়ার উল্লেখযোগ‌্য পরিবর্তনের সম্ভাবনা নেই। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়