ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আবারও বন্ধ হচ্ছে দূরপাল্লার পরিবহন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৮, ২১ জুন ২০২১  
আবারও বন্ধ হচ্ছে দূরপাল্লার পরিবহন

ফাইল ফটো

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। 

সোমবার (২১ জুন) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ রাইজিংবিডিকে এই তথ্য জানিয়েছেন।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আগামীকাল থেকে সাত জেলায় লকডাউনের কারণে সংশ্লিষ্ট এলাকায় গণপরিবহন চলাচল করতে পারবে না। তাই বাস চলাচল করতে হলে এসব জেলার ওপর দিয়ে আসতে হবে। কিন্তু লকডাউনের কারণে পুলিশ বাস আসতে দেবে না। তাই অটোমেটিকলি বাস বন্ধ হয়ে যাচ্ছে।’ 

কবে থেকে বাস বন্ধ হবে এবং কোন কোন জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘যে সাত জেলায় লকডাউন দিয়েছে তাতে দেশের সব জেলার সঙ্গেই মোটামুটি বাস চলাচল বন্ধ হচ্ছে। কারণ এসব জেলার ওপর দিয়েই অন্যসব জেলায় যেতে হয়। অনেক কোম্পানির বাস আজ থেকেই বন্ধ রাখা হচ্ছে বলেও খবর পেয়েছি।’

তিনি বলেন, ‘এ সময় দূরপাল্লার কোনো বাস ঢাকায় ঢুকবে না, বেরও হবে না। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে ৩০ জুন পর্যন্ত নয় দিন ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় ২২ জুন মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার পাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সীগঞ্জে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়।

ঢাকা/হাসিবুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়