ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ড্রেনে পড়া আবুল হোসেনের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২২ জুন ২০২১   আপডেট: ২০:৪৪, ২২ জুন ২০২১
৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ড্রেনে পড়া আবুল হোসেনের

৮ ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরিদল  তল্লাশি করেও খিলগাঁও তিলপাপাড়া ড্রেনে পড়া যুবকের সন্ধান পায়নি।  মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় উদ্ধার এদিনের জন্য অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। বুধবার (২৩ জুন) সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু হবে বলে জানা গেছে।

খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এম এ মান্নান বলেন,' ড্রেনের পানির উপর ভেসে থাকা ময়লা আমরা সরিয়ে, একই সঙ্গে  প্রায় ৬ কিলোমিটার জায়গা জুড়ে তন্ন তন্ন করে খুঁজেছি। কিন্তু নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।'

আরও পড়ুন: ড্রেনে পড়ে কিশোর নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

তিনি জানান,' ধারণা করা হচ্ছে ড্রেনের পানির অতিরিক্ত স্রোতের তোড়ে ভেসে নিখোঁজ ব্যক্তি অনেক দূর চলে যেতে পারে। তবে রাত হয়ে যাওয়ায় আর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।'

মঙ্গলবার সকাল ১১টার আগে ড্রেনে বোতল কুড়াতে যায় আবুল হোসেন নামের এক যুবক।  ড্রেনের উপর ভেসে থাকা ময়লায় পা রাখলে সে নিচে তলিয়ে যায়।  তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতা শুরু হয়। জানা গেছে আবুল হোসেন পেশায় একজন টোকাই। থাকতো খিলগাঁও ফ্লাইওভারের নিচে।

ঢাকা/মাকসুদ/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়