ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২২ জুন ২০২১   আপডেট: ২১:০৮, ২২ জুন ২০২১
ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা পর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রেল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২২টি আন্তঃনগর ট্রেন এবং ১০টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসব ট্রেন আজ রাত ১২টা থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে কনটেইনার, জ্বালানি তেল, খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

উল্লেখ‌্য, করোনার সংক্রমণ রোধে সোমবার (২১ জুন) সরকার সাত জেলায় লকডাউন দেয়। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়