ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগা খান মিন্টু নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৫ জুন ২০২১   আপডেট: ১৫:১৮, ২৫ জুন ২০২১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগা খান মিন্টু নির্বাচিত

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা অঞ্চল মাহফুজা আক্তার আগাখান মিন্টুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।

ঢাকা-১৪ আসনে মো. দ. আবু হানিফ (জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ), মোস্তাকুর রহমান (জাতীয় পার্টি) ও এ ওয়াই এম কামরুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ) এই তিন জন তাদের ব্যক্তিগত, পারিবারিক সমস্যা ও কোবিড-১৯ উল্লেখ করে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা আগা খান মিন্টুকে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারিত ছিলো।

/হাসিবুল/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়