ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওমর ফারুকের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৫ জুন ২০২১  
ওমর ফারুকের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়ার নও মুসলিম মো. ওমর ফারুককে যারা গুলি করে হত্যা করেছে, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

শুক্রবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির নেতা প্রকৌশলী আকলাছ আল মামুন ভূঁইয়া, অ্যাডভোকেট আলম খান, প্রকৌশলী শাহাদাত ফরাজী, অ্যাডভোকেট সরোয়ার হোসেন, আল-আমিন শিমুল, ফয়েজ আহম্মেদ প্রমুখ ।

তারা বলেন, ‘মানুষ যেকোনো ধর্মের অনুসারী হতে পারে। যেকোনো ধর্মে যাওয়ার স্বাধীনতা আছে। কিন্তু সেখানে দেখা গেলো—ইসলাম ধর্ম গ্রহণ করায় ওমর ফারুককে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তারা আরও বলেন, ‘ওমর ফারুকের পরিবার এখন অসহায়। তারা নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। শুধু ওমর ফারুকের পরিবার নয়, সেখানে প্রায় ৩০টি পরিবার মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছে। তারা সেখানে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।’

ওমর ফারুকসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

উল্লেখ্য, ১৮ জুন রাতে ওমর ফারুক মসজিদে নামাজ পড়ে বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন অস্ত্রধারী এসে তাকে বাড়ি থেকে বের হতে বলে। তাদের ডাকে বের না হলে তারা ঘরে ঢুকে জোরপূর্বক টেনে বের করে। পরে ঘরের পাশেই গুলি করে হত্যা করে।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়