ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লকডাউনে বৃষ্টিতে দলবেঁধে ফুটবল

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১ জুলাই ২০২১   আপডেট: ১৮:৪৭, ১ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী বৃহস্পতিবার থেকে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনকে কেন্দ্র করে সরকার ঘোষিত বিধি-নিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ পরিস্থিতির মধ্যেও বৃষ্টিতে ভিজে দলবেঁধে অনেককে ফুটবল খেলতে দেখা গেছে। বলা বাহুল্য তাদের কারো মুখেই ছিল না মাস্ক, ছিলো না ন্যূনতম কোন সামাজিক দূরত্ব।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে খিলগাঁও এলাকার জোড়াপুকুর মাঠে বৃষ্টিতে ভিজে এমন ফুটবল খেলার চিত্র দেখা গেছে।

এ সময় মাঠে পাশে দাঁড়িয়ে বেশ কিছু কিশোরকে দর্শক হিসেবেও দেখা গেছে।

কঠোর লকডাউনের মধ্যে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে সুমন নামে এক কিশোর রাইজিংবিডিকে জানায়, ‘বন্ধুরা ডেকেছে, তাই ঘর থেকে বের হয়েছি। আমি ফুটবল খেলছি না, খেলা দেখতে এসেছি। এখনই চলে যাব।’

স্থানীয়রা জানান, লকডাউনের প্রথম দিন সকাল থেকে খিলগাঁও এলাকায় বিভিন্ন অলি-গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে লক্ষ্য করা গেছে। তবে সকাল ১১টার পর থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে গুঁড়িগুঁড়ি কিংবা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল কম লক্ষ্য করা গেছে। আর এই ফাঁকে বৃষ্টির মধ্যে আশপাশের স্থানীয় ছেলেদের লকডাউনের মধ্যে মাঠে ফুটবল খেলতে দেখা গেছে।

অলিগলিতে লকডাউন পরিস্থিতি সম্পর্কে জানতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম রাইজিংবিডিকে বলেন, ‘অলিগলিতে মানুষের উপস্থিতি তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। প্রয়োজন ছাড়া মানুষজন তেমন বের হচ্ছে না। তবে কিছু উৎসক মানুষ লকডাউন দেখতে বের হচ্ছে। তবে আমাদের পুলিশি টহল অব্যাহত রয়েছে। এই লকডাউনের মধ্যে খিলগাঁও জোড়াপুকুর মাঠে কিশোরা ফুটবল খেলেছে কি-না তা আমাদের চোখে পড়েনি।’

ঢাকা/এনটি/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়