ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিজিটাল হাটে ১ লাখ গরু বিক্রির টার্গেট 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৫:১৭, ৪ জুলাই ২০২১
ডিজিটাল হাটে ১ লাখ গরু বিক্রির টার্গেট 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিজিটাল হাটে এ বছর ১ লাখ গরু বিক্রির টার্গেট নেওয়া হয়েছে।

রোববার (৪ জুলাই) অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল হাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোরবানির ঈদকে সামনে রেখে ডিজিটাল হাট বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-ক্যাব। 

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ডেইরি মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদসহ অনলাইনে যুক্ত ছিলেন।

মেয়র বলেন, ‘গত বছর তিন সপ্তাহে ডিজিটাল হাটে ২৭ হাজার গরু বিক্রি হয়েছে। এবার ১ লাখ বিক্রির টার্গেট। এক লাখ বিক্রি করতে পারলে ৫ লাখ লোক গরুর হাটে যাবে না। এছাড়া, মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে টাকা বিলি করা যাবে। এবার স্টোর পদ্ধতি চালু হয়েছে। গ্রাহক যখন গরু পেয়ে যাবেন, তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা রিলিজ হবে।’ 

তিনি বলেন, ‘এ বছর ১ হাজার গরুকে আমাদের নির্ধারিত স্লাটার হাউজে (জবাইখানায়) কোরবানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। যারা ১০ জুলাইয়ের মধ্যে কোরবানির গরু কিনে বুকিং দেবে তাদের কোরবানি মাংস আমরা বাসায় পৌঁছে দেব।’ 

মেয়র বলেন, ‘ডিজিটাল হাটে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন গতবার চ্যালেঞ্জ এসেছে টাকা দেওয়ার পর গরু যদি খারাপ হয় তাহলে কাকে ধরব? এটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের স্ক্রো পদ্ধতি দিয়েছে। স্ক্রো পদ্ধতি হলো আপনি গরু কিনবেন আপনার টাকায় কিন্তু বিক্রেতা সরাসরি পাবে না। এটি বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে যাবে। আপনি যখন নিশ্চিত করবেন আপনি গরুটা পেয়েছেন এবং গরু ঠিক আছে তারপরই টাকা ছাড় হবে। এই স্ক্রো পদ্ধতিতে নতুন প্লাটফর্মে কাজে লাগবে।’ 

ডিএনসিসি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার থেকেও কেউ চাইলে এই ডিজিটাল হাট থেকে গরু কিনতে পারবেন বলে জানান তিনি।                     
 

   ঢাকা/আসাদ/ইভা    

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়