Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

পশুর হাট অনলাইনে করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৫ জুলাই ২০২১  
পশুর হাট অনলাইনে করার সুপারিশ

ফাইল ছবি

গত বছর কোরবানির পশুর হাট বসানোর কারণে করোনা সংক্রমণ বেড়ে যায়। তাই এ বছর সরাসরি হাট না বসিয়ে অনলাইনে হাট বসানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ সুপারিশ করেন।

সোমবার (৫ জুলাই) বেলা ১১টায় তিনি সাংবদিকদের এসব তথ্য জানান।

খুরশীদ আলম বলেন, গত বছর পুশুর হাট ফিজিক্যাল হওয়ার কারণে করোনা সংক্রমণ বেড়ে যায়। সেই সংক্রমণ নিয়ন্ত্রণে অনেক সময় লাগে। যে কারণে এবার কোরবানির হাট ফিজিক্যাল না করে অনলাইনে করার সুপারিশ করেছি।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ দুই সপ্তাহ বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছিলাম। সরকার এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ দিয়েছে।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর বাইরে হাট বসতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

/সাওন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়