ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

লকডাউনে রান্না করা খাবার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৬ জুলাই ২০২১   আপডেট: ২১:০৫, ৬ জুলাই ২০২১
লকডাউনে রান্না করা খাবার বিতরণ 

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ও ফুড অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লকডাউনে কর্মহীন ও ভাসমান ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করেছে।

‘খাদ্য সহায়তা কর্মসূচি’ এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ জুলাই) রান্না করা খাবার বিতরণ করে সংস্থাটি। এদিন জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় খাদ্য বিতরণ করা হয়।

৪ জুলাই খাদ্য ভবন এলাকায় কর্মহীন মানুষের মধ্যে রান্নাকরা খাবার বিতরণের মাধ্যমে ‘খাদ্য সহায়তা কর্মসূচি’ শুরু হয়। 

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও রায়হানুল কবীর, অতিরিক্ত পরিচালক মো মনিরুজ্জামান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ঢাকা তপন কুমার দাস, তেজগাঁও সিএসডির ব্যবস্থাপক  চন্দ্র শেখর মল্লিক, সমিতির সভাপতি মো. আব্দুর রহমান খান, মহাসচিব উত্তম কুমার দাসসহ খাদ্য কর্মকর্তা সমিতি এবং খাদ্য পরিদর্শক সমিতির নেতারা।

কর্মসূচির আওতায় প্রতিদিন ৫০০ জনকে একবেলা রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।
 

/আসাদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়