ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রূপগঞ্জে কারখানায় আগুন: পরিদর্শনে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৯ জুলাই ২০২১  
রূপগঞ্জে কারখানায় আগুন: পরিদর্শনে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক

র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকায় হাশেম ফুড অ‌্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫২ জনের মৃত‌্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ জুলাই) বিকেল ৪টায় ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি বিষয়ে খোঁজ নেবেন র‌্যাবের মহাপরিচালক। প্রয়োজনে র‌্যাবের একটি তদন্ত দল সেখানে কাজ করবে।’

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ওই কারখানায় আগুন লাগে। সেখানে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আনা যায়নি।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়