Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

ঢাকায় কোরবানির হাট শুরু ১৭ জুলাই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১২ জুলাই ২০২১   আপডেট: ১৯:২১, ১২ জুলাই ২০২১
ঢাকায় কোরবানির হাট শুরু ১৭ জুলাই

ঢাকায় কোরবানির হাট শুরু হবে আগামী ১৭ জুলাই।  চলবে ২১ জুলাই পর্যন্ত। 

সোমবার ( ১২ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিষয়টি জানিয়েছেন।

মো. মোজাম্মেল হক বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৭ জুলাই থেকে ২১ জুলাই ৫দিনব্যাপী মোট ১৯টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাট বসবে। ডিএসসিসি এলাকায় বসবে ৯টি হাট।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের কথা বিবেচনা করেই ঈদের সময় চলমান বিধি-নিষেধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।  সোমবার (১২ জুলাই) স্বারাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ডিএনসিরি যেসব এলাকায় কোরবানির হাট বসবে-
১. বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর), ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা।
২. কাওলা শিয়াল ভাঙ্গা সংলগ্ন খালি জায়গা।
৩. ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন, মণ্ডল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পার্শ্বের খালি জায়গা।
৪. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬, ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা।
৫. উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা।
৬. উত্তরা ১৭ সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা।
৭. ভাটারা (সাইদ নগর) অস্থায়ী পশুর হাট।
৮. মোহাম্মদপুর বছিলাস্থ ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা।
৯. ৪৩ নম্বর ওয়ার্ডের, ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা।
১০. মিরপুর গাবতলী পশুর হাট (স্থায়ী)।

মেয়া/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়