ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজধানীতে উপ-পুলিশ কমিশনারের ত্রাণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৩ জুলাই ২০২১  
রাজধানীতে উপ-পুলিশ কমিশনারের ত্রাণ বিতরণ

রাজধানীর আগারগাঁও বস্তি এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।

মঙ্গলবার (১৩ জুলাই) আগারগাঁও ডাক ভবনের সামনে ১১৫ জন ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মো. শহীদুল্লাহ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল ও অসহায় মানুষরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। অনেকে কর্ম হারিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন।  তাদের জন্য আমরা চ্যারিটি ট্রাষ্টের উদ্যোগে খাদ্য সামগ্রী উপহার দিতে পেরেছি।

তিনি বলেন, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব ছিন্নমূল ও অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের জন্য খাবার রান্না করে তাদের কাছে পৌঁছে দেই। আমরা চাই করোনার এই চরম দুর্ভোগের সময় সবাই যেন সুস্থ থাকে।

এ সময় তিনি সমাজের সাবলম্বী মানুষদের, অসহায় ও ছিন্নমূল মানুষদের প্রতি সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান, সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহমুদ হাসান এবং শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়