ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সব স্থলবন্দরে ফায়ার সার্ভিস স্টেশন ও থার্মাল স্ক্যানার স্থাপনের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১৬:৪৭, ১৫ জুলাই ২০২১
সব স্থলবন্দরে ফায়ার সার্ভিস স্টেশন ও থার্মাল স্ক্যানার স্থাপনের সুপারিশ

দেশের সব স্থলবন্দরে ফায়ার সার্ভিস স্টেশন ও থার্মাল স্ক্যানার মেশিন স্থাপনের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কমিটির ৩৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা।

বৈঠকে স্থলবন্দরগুলো পরিদর্শন করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য রনজিত কুমার রায়কে আহ্বায়ক, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদাকে সদস্য করে সাব-কমিটি গঠন করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়