ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকার পথে চীনের সিনোফার্মের ১০ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৭ জুলাই ২০২১   আপডেট: ২২:১৭, ১৭ জুলাই ২০২১
ঢাকার পথে চীনের সিনোফার্মের ১০ লাখ টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকার মধ্যে ১০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

শনিবার সন্ধ্যায় চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে চীনের বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর একটি বিমান ১০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি আরো জানান, আজ মোট ২০ লাখ টিকা ঢাকায় আসবে। দ্বিতীয় চালানে বাকী ১০ টিকা নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট বেইজিং থেকে  রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ রাত ১১টায় ১০ লাখ এবং রাত ৩টায় ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।

সরকারের ক্রয় চুক্তি মোতাবেক দ্বিতীয় চালানে সিনোফার্মের ২০ লাখ টিকা আসছে। এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ  টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে ৩ কোটি টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা।

কেনা টিকার বাইরে চীন উপহার হিসেবে দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ টিকা দিয়েছে।

ঢাকা/হাসান/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়