Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৯ জুলাই ২০২১   আপডেট: ১৭:০৮, ১৯ জুলাই ২০২১
গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

করোনামুক্ত হওয়ার ২ মাস ১৩ দিন পর টিকা নিলেন বিএনপির চেয়ারপারস খালেদা জিয়া।

সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে তিনি মডার্নার তৈরি করোনার টিকা নেন।

বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে খালেদা জিয়া হাসাপাতালের উদ্দেশে রওনা হন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টিকা নিতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার আগমন উপলক্ষে হাসপাতালে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হাসপাতালে আনা-নেওয়ার পথে তার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে গত ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। ৯ দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে এসএমএস দেওয়া হয়।

মেসবাহ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়