ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মৌসুমি কসাই হতে গিয়ে…

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২১ জুলাই ২০২১  
মৌসুমি কসাই হতে গিয়ে…

ঈদের দিনে পশু কোরবানি ও মাংস কাটতে গিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেক ব‌্যক্তি। তাদের অধিকাংশই মৌসুমি কসাই।

বুধবার (২১ জুলাই) দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন এরকম দেড় শতাধিক ব্যক্তি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক রাইজিংবিডিকে বলেছেন, ‘প্রতি বছরই এরকম আহত ব্যক্তিরা হাসপাতালে আসেন। অবশ্য, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। তারা কেউ গুরুতর জখমপ্রাপ্ত নন।’

রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি বুলবুল চৌধুরী জানিয়েছেন, আজ ঢামেক হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের বেশিরভাগই মৌসুমী কসাই। বিভিন্ন পেশার এসব মানুষ কোরবানির দিনে বাড়তি আয়ের আশায় কসাই বনে যান। তারা পেশাদার কসাই না হওয়ায় মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহন হয়েছেন। তবে, তাদের মধ্যে কেউ গুরুতর জখম হননি বা হাসপাতালে ভর্তি হননি।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়