ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসসিসির ৮ ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২১ জুলাই ২০২১  
ডিএসসিসির ৮ ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে। বুধবার (২১ জুলাই) রাত পৌনে ৯টা পর্যন্ত ৮টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ঢাকা দক্ষিণের ১০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪৩ ও ৬৬ নম্বর ওয়ার্ডে শতভাগ কোরবানির পশুর বর্জ‌্য অপসারণ করা হয়েছে। ১৬টি ওয়ার্ডের ৯৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো—৩, ৯, ১৯, ২০, ২৫, ২৮, ৩৫, ৪১, ৪২, ৪৬, ৪৭, ৫২, ৫৩, ৫৪, ৫৭ ও ৭১। ৯টি ওয়ার্ডের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো—২৩, ৩১, ৩৩, ৪০, ৪৪, ৪৫, ৪৮, ৫০ ও ৫৬।
    
 

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়