ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাপান থেকে ঢাকায় এলো অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৪ জুলাই ২০২১   আপডেট: ১৭:১২, ২৪ জুলাই ২০২১
জাপান থেকে ঢাকায় এলো অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা

জাপানের উপহার দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ৬০০ ডোজ করোনার টিকা বাংলাদেশে পৌঁছেছে।

শনিবার (২৪ জুলাই) বেলা ৩টা ২৫ মিনিটে টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি টিকাগুলো হস্তান্তর করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ টিকা গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

পর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৫টি দেশকে ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান।
এর বাইরেও বিভিন্ন দেশ থেকে টিকা আনার প্রক্রিয়া চলছে। আশা করছি, সবার জন্য টিকা নিশ্চিত করতে পারব।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা খুব শিগগিরই কো-প্রোডাকশনে যাচ্ছি। কো-প্রোডাকশনের বিষয়েও যাবতীয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে।’

ঢাকা/হাসান/মেসবাহ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়