ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জয়ের কাছে কম্পিউটারে হাতেখড়ি প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ জুলাই ২০২১  
জয়ের কাছে কম্পিউটারে হাতেখড়ি প্রধানমন্ত্রীর

ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে কম্পিউটারে হাতেখড়ির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি।’

মঙ্গলবার (২৭ জুলাই) ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন এবং ‘জনপ্রশাসন পদক ২০২০ ও ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে যখন আমরা সরকার গঠন করি, জয় আমাকে পরামর্শ দিলো— কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স তুলতে হবে, দামে সস্তা করতে হবে। কম্পিউটার সহজলভ্য করতে হবে, মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে মানুষ এটা শিখবে। সেভাবেই কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আজকে যে ডিজিটাল বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এটা জয়েরই ধারণা, জয়েরই চিন্তা।’

তিনি বলেন, ‘স্কুল থেকেই জয় কম্পিউটার শিক্ষা নেয়। যখন ছুটিতে আসত, কম্পিউটার নিয়ে আসত। জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি। ১৯৯১ সালে যখন পার্টির জন্য অনেক দামে কম্পিউটার কিনি, তখনই আমরা আলোচনা করি, কীভাবে দেশে কম্পিউটার শিক্ষা শুরু করা যায়।’

শেখ হাসিনা বলেন, ‘আমি আবার যখন সরকারে আসি, দেখি, কেউই এটা ব্যবহার করত না। আমিই নির্দেশ দেই, সব ফাইল যেন কম্পিউটার কম্পোজ হয়ে আমার কাছে আসে। এখন কিন্তু সে সুফল আমরা ভোগ করছি।’

২৭ তারিখ আমাদের জন্য বিশেষ দিন, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ তার (জয়ের) জন্মদিন। ৫০ বছর বয়স হলো জয়ের। এই করোনার কারণে আমরা একসঙ্গে হতে পারলাম না। এটা আরেকটা দুঃখ। আপনারা এই দিনটি স্মরণ করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের বন্দি অবস্থায় মেডিক‌্যালে জয়ের জন্ম হয়। পরে বাচ্চা নিয়ে কারাগারে আসলে একজন পাকিস্তানি সেনা অফিসার জিজ্ঞেস করে তার নাম কী? আমি বলি, জয়। বলে, মানে কী? বলি, জয় মানে জয়, ভিক্টরি। তখন এই ছোট্ট শিশুকেও তারা গালি দেয়।’

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সারা বাংলাদেশে লাল-সবুজ পতাকা ওড়ানো হয়। কোথাও পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়নি। সেদিন সন্তানসম্ভবা মেয়ে শেখ হাসিনাকে তার ছেলের নাম ‘জয়’ রাখতে বলেন বঙ্গবন্ধু।

গত ২৩ জুলাই ছিল পাবলিক সার্ভিস দিবস। এ উপলক্ষে আজ (২৭ জুলাই) অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনটি প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন।

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়