ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘রোহিঙ্গাদের সিনোফার্মের টিকা দেবে সরকার’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৭ জুলাই ২০২১  
‘রোহিঙ্গাদের সিনোফার্মের টিকা দেবে সরকার’

ফাইল ছবি

দেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাদের বয়স ৫৫ বছর বা তার বেশি তাদের টিকা দেওয়া হবে। চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে তাদের।

মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, কোনো জনগোষ্ঠীকে বাদ রেখে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই রোহিঙ্গাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যাদের বয়স ৫৫ বছর বা তার বেশি, তাদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে বয়স কমিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের টিকা দেওয়ার জন্য জাতিসংঘসহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তা চাওয়া হয়েছিল। তবে এখনও সাড়া না পাওয়ায় নিজস্ব মজুত থেকে টিকা দেওয়া হবে।

সচিব বলেন, ‘পরিবহন ও সংরক্ষণ পদ্ধতি সহজ হওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।’

ঢাকা/হাসান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়