ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মসজিদ প্রাঙ্গণে শায়িত রজভী, জানাযায় মুসল্লির ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২৮ জুলাই ২০২১  
মসজিদ প্রাঙ্গণে শায়িত রজভী, জানাযায় মুসল্লির ঢল

বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে হাজারো সুন্নি জনতার অংশ গ্রহণে চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদ ঈদগাঁ মাঠে দেশের শীর্ষ আলেম, নায়েবে আ'লা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রজভী প্রকাশ বড় হুজুরের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।

স্থানীয় প্রশাসন, সেনা ও পুলিশ সদস‌্যদের তদারকিতে বুধবার (২৮ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত জানাযায় মানুষের ঢল নামে। জানাযার নামাজ পড়ান হুজুরের ছেলে অধ‌্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী। দেশ ও জাতিকে করোনা থেকে মুক্তি এবং হুজুরের জন‌্য দোয়া মোনাজাত করেন তারই ছোট ছেলে অধ‌্যক্ষ শোয়াইব রেজা।

জানাজার নামাজে অংশ নেন আহলে সুন্নাতের চেয়ারম‌্যান আল্লামা কাযী মুঈন উদ্দীন আশরাফী, ইসলামী ফ্রন্টের চেয়ারম‌্যান আল্লামা এম এ মান্নান, আল্লামা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, সওম আব্দুস সামাদ, গাউছিয়া কমিটির চেয়ারম‌্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব অ‌্যাড, মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা আবুল কাসেম নূরী, আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরি, স্থানীয় থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, স্থানীয় চেয়ারম‌্যান মোকাররম, অধ‌্যক্ষ মাওলানা  আমিনুর রহমান, অধ‌্যক্ষ আহমদ হোসাইন আল কাদেরি, বদিউল আলম রেজভী, গোলাম রহমান আশরাফ, অধ‌্যাপক আবু তালেব বেলাল, এরশাদ খতিবীসহ আলেম ওলামা, পীর মাশায়েখসহ বিপুলসংখ‌্যক মানুষ। 

জানাযার নামাজ শেষে মুফতি মুহাম্মদ ইদ্রিছ রজভীকে চরনদ্বীপের মোয়াজ্জম পাড়াস্থ নিজ পারিবারিক রেজভীয়া কবরস্থানে দাফন করা হয়।

এ সময় দোয়া মোনাজাত করেন আহলে সুন্নাতের শীর্ষ আলেম ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ‌্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ অছিয়র রহমান। 

এর আগে আল্লামা রজভীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন আহলে সুন্নাতের চেয়ারম‌্যান আল্লামা কাযী মুঈন উদ্দীন আশরাফী, ইসলামী ফ্রন্টের চেয়ারম‌্যান আল্লামা এম এ মান্নান, আল্লামা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, সওম আব্দুস সামাদ, গাউছিয়া কমিটির চেয়ারম‌্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব অ‌্যাডভোকেট, মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ।

/নঈমুদ্দীন/এমএম/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়