ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাইক্রোবাসের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১ আগস্ট ২০২১   আপডেট: ১৪:১৯, ১ আগস্ট ২০২১
মাইক্রোবাসের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল নিহত

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল মো. হেলাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন।

রোববার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

শেরেবাংলানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘সাদা রঙের একটি মাইক্রোবাস হেলালকে ধাক্কা দেয়। পরে সেটি পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন হেলাল। মাইক্রোবাসটিকে আটকের জন্য জোর তদন্ত শুরু করেছি।’

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহেদ আল মাসুদ রাইজিংবিডিকে বলেন, হেলাল প্রতিদিনের মতো ডিউটি করছিলেন।  সোহরাওয়ার্দী  হাসপাতালের সামনে হাসপাতাল থেকে গাড়ি বের করার জন্য সিগনাল দেন। পরে একটি সিলভার কালারের মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।  তার উপর দিয়ে তুলে দিলে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হেলাল মিরপুরের পুলিশ ব্যারাকে থাকতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানায়। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

ঢাকা/মাকসুদ/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়