ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিলাহাটি-হলদিবাড়ি রুটে মালবাহী ট্রেন চলাচল শুরু

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১ আগস্ট ২০২১   আপডেট: ১৬:১৫, ১ আগস্ট ২০২১
চিলাহাটি-হলদিবাড়ি রুটে মালবাহী ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ি রুটে রোববার (১ আগস্ট) মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতীয় রেলওয়ে আজ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথরবোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে পাঠিয়েছে।

১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে (১৯৬৫ পর্যন্ত) সাতটি রেল রুট চালু ছিল। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেল রুট চালু রয়েছে। এগুলো হলো—পেট্রাপোল-বেনাপোল, গেদে-দর্শনা, সিংহাবাদ-রহনপুর এবং রাধিকাপুর-বিরল। হলদিবাড়ি-চিলাহাটি রেল রুট ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল।

২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি (ভারত) এবং চিলাহাটি (বাংলাদেশ) রেল সংযোগ উদ্বোধন করেছিলেন।

এ রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হবে পাথর, বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফ্লাই অ্যাশ, ক্লে, চুনাপাথর, কাঠ ও টিম্বার। বাংলাদেশের রপ্তানিযোগ্য সব পণ্যই এ রুট দিয়ে ভারতে পাঠানো যাবে।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়