ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে মেয়র আতিকের অসহায়ত্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২ আগস্ট ২০২১  
ডেঙ্গু প্রতিরোধে মেয়র আতিকের অসহায়ত্ব

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে বার বার বলার পরও তারা সেভাবে সচেতন হচ্ছেন না। বিশেষ করে, নির্মাণাধীন ভবনের মালিকরা তাদের ভবন পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন হচ্ছেন না। আমরা অনেক জরিমানা, মামলা করেও তাদের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাচ্ছি না। সংশ্লিষ্ট সরকারি অনেক প্রতিষ্ঠানও সহযোগিতা করছেন না।’

সোমবার (২ আগস্ট) সকালে মিরপুরের শাহ আলী মাজার এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া মশা নির্মূল অভিযান চলাকালে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা অভিযান চালাচ্ছি। সবাইকে সচেতন করছি। বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করছি, জরিমানা করছি। তারপরও সবাইকে সচেতন করতে পারছি না। ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে।'

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নিয়মিত নিজ বাসা পরিষ্কারের পাশাপাশি আশপাশের এলাকাও পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

এদিকে, দেশে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। কেবল রাজধানীতেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৯ জন।

সোমবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ আগস্ট সকাল ৮টা থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ২৭৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ৮ জন।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ৯৪০ জন। ঢাকার বাইরে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ৩৮ জন।

ঢাকা/মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়