Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১০ রবিউল আউয়াল ১৪৪৩

এডিসের উৎস সম্পর্কে অনলাইনে তথ্য দিন, ব্যবস্থা নেবো: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ৬ আগস্ট ২০২১   আপডেট: ২১:৫০, ৬ আগস্ট ২০২১
এডিসের উৎস সম্পর্কে অনলাইনে তথ্য দিন, ব্যবস্থা নেবো: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

শুধু নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারে নয়, ঢাকাবাসীকে অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৬ আগস্ট) এক বার্তায় তিনি বলেছেন, ‘যেকোনো ব‌্যক্তি যেকোনো এলাকা থেকে আমাদের ওয়েবসাইটে তথ্য দিতে পারেন—কোথায় এডিস লার্ভা আছে, কোথায় উৎস আছে, কোথায় রোগী আছে৷ এ তথ‌্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।’    

ডিএসসিসির মেয়র বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশককর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা এডিস লার্ভার উৎস নিধন করছি। চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তা তদারকি করা হচ্ছে।’

অনলাইন নাগরিক সেবা ফরমে (https://forms.gle/gPamcWqJNFtDZvir6) যেকোনো বাসিন্দা এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। এর ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়া, উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারবেন যেকোনো ব‌্যক্তি।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়