ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গমাতার ভূমিকা ছিল অনন্য: স্পিকার

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৮ আগস্ট ২০২১  
বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গমাতার ভূমিকা ছিল অনন্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা ছিল অনন্য। স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা।’

রোববার (৮ আগস্ট) পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। 

স্পিকার বলেন, ‘একজন নারীও যে অদম্য সাহস ও রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে পারেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব তার উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর কারাগারে অবস্থানকালে বঙ্গমাতা তার তীক্ষ্ণ বুদ্ধি ও মেধা দিয়ে এ দেশের আন্দোলন-সংগ্রামকে ধরে রাখতে কাজ করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর দর্শনকে বিশ্বাস করতেন বলেই বঙ্গবন্ধু যেন নির্বিঘ্নে দেশ ও মানুষের জন্য কাজ করতে পারেন সে ব্যাপারে সর্বদা সচেষ্ট থেকেছেন।’

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডলসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়