ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আনোয়ার হোসেন শিল্পায়নের পথিকৃৎ ছিলেন: তাপস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৯ আগস্ট ২০২১  
আনোয়ার হোসেন শিল্পায়নের পথিকৃৎ ছিলেন: তাপস

আনোয়ার হোসেনের জানাজার আগে কথা বলছেন শেখ ফজলে নূর তাপস

আনোয়ার হোসেন বাংলাদেশের শিল্পায়নের পথিকৃৎ ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান,  বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেনের জানাজার আগে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, আনোয়ার হোসেন একজন গুণী মানুষ ছিলেন। নীরবে-নিভৃতে দেশের শিল্প খাতের উন্নয়ন-অগ্রগতির জন্য কাজ করে গেছেন।  তিনি পাট, বস্ত্র, ব্যাংক, বীমাসহ শিল্প খাতের বহু শাখা-প্রশাখায় বিনিয়োগ করেছেন।  দেশের আমদানি নির্ভরতা কমিয়ে আছেন এবং বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন। বাংলাদেশে কর্মসংস্থান প্রসারিত করতে তার এই উদ্যোগ অন্যান্য শিল্পোদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে। তিনি বাংলাদেশে শিল্পায়নের অন্যতম পথিকৃৎ।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

/আসাদ/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়