ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২১ আগস্ট ২০২১   আপডেট: ১৪:৪২, ২১ আগস্ট ২০২১
বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে 

প্রায় চার ঘণ্টা চেষ্টার পর বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২১ আগস্ট) দুপুর ১টা ১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ওই ভবনের ৩ তলার গোডাউনে থাকা বিভিন্ন উপহারসামগ্রী পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে। এছাড়া বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভবনটিতে এমিকন খেলাধুলার উপহারসামগ্রীর বিভিন্ন ক্রেস্ট তৈরি করা হতো। যেগুলোতে আগুন লাগায় ভেতর থেকে বিপুল পরিমাণ ধোঁয়া বের হতে থাকে। এছাড়া গোডাউনের নিচেই ছিল বেসরকারি আনন্দ টেলিভিশনের অফিস। তবে ওই গোডাউনে মেটালের সঙ্গে দাহ্য পদার্থ বা ক্যামিকেল ছিল। এ কারণে আগুন দীর্ঘক্ষণ জ্বলতে থাকে।

উল্লেখ‌্য, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের এক ছয়তলা ভবনে আগুন লাগে। এসময় ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা হুড়োহুড়ি করে বের হয়ে আসেন।

আরও পড়ুন: বনানীর ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

ঢাকা/মাকসুদ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়