ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউরোপের তিন দেশ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২৯ আগস্ট ২০২১  
ইউরোপের তিন দেশ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

ইউরোপের তিন দেশ সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সফরকালে সুইজারল্যান্ডের জেনেভা, যুক্তরাজ্যের লন্ডন ও নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থান করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী রোববার (২৯ আগস্ট) সকালে ঢাকা ত্যাগ করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩০ আগস্ট) জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক শুরু হওয়ার কথা, যা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ওই বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

২০২২ সালের জানুয়ারিতে কাতারের দোহায় এলডিসির পঞ্চম সম্মেলন হবে। এ সম্মেলনকে সামনে রেখে জেনেভায় এশিয়া-প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠক হবে। এ বৈঠকে যোগ দেবেন এ কে আব্দুল মোমেন।

জেনেভা ও হেগে যাওয়া-আসার সময় লন্ডনে যাত্রাবিরতি করবেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করবেন।

সফর শেষ করে ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়