ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্থগিত থাকা ইউপি ও পৌর ভোট ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:১৫, ২ সেপ্টেম্বর ২০২১
স্থগিত থাকা ইউপি ও পৌর ভোট ২০ সেপ্টেম্বর

স্থগিত থাকা প্রথম ধাপের ১৬৭ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভার ভোট হবে ২০ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব বলেন, করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির মধ্যে সবশেষে ২১ জুন ভোট প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়।  এ সময় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়।  এর মধ্যে রয়েছে- খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬১ ইউপি এবং ৯টি পৌরসভা।

তিনি আরও বলেন, প্রার্থী মারা যাওয়ায় ৫টি ইউপি ও সেন্টমার্টিন   ইউপির ভোট পরে হবে।  তবে ৯ পৌরসভা ও ১১ ইউপিতে ইভিএম এ ভোট হবে।

/হাসিবুল/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়