ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সওজ সাবেক প্রকৌলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৯:৫৩, ৩ সেপ্টেম্বর ২০২১
সওজ সাবেক প্রকৌলীর বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক ও জনপথের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহানা পারবীন (৫২) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এই মামলা করেছেন।

দুদকের জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে— আসামি আসামি শাহানা পারভীন (৫২), স্বামী জুনাইদ আহসান শিবিব (৬২), সওজের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (বর্তমানে অবসরপ্রাপ্ত)  সহায়তায় স্বামী কর্তৃক অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৮৩ টাকার সম্পদ অর্জন করে।

যা ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছ।

ঢাকা/শিশির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়