ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ৭টি

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ৩ সেপ্টেম্বর ২০২১  
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ৭টি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মানের সাতটি ক্রিকেট স্টেডিয়াম আছে। কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লায় ফিজিবিলিটি স্টাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে স্টেডিয়াম তৈরির প্রকল্প গ্রহণ করা হবে।’

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস‌্য আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমপিদের নির্বাচনী এলাকার ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া পরিদপ্তর থেকে চলতি অর্থবছরে সংসদীয় আসনভিত্তিক যেসব ক্রীড়াসামগ্রী দেওয়া হবে, তার তালিকাও তৈরি করা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ফুটবল ৭০টি, ভলিবল ১৫টি, ভলিবল নেট আটটি, ব্যাডমিন্টন র‌্যাকেট ১৬টি, ব্যাডমিন্টন সাটল কর্ক তিন বক্স, ব্যাডমিন্টন নেট তিনটি, সাইজ-১ এর হ্যান্ডবল চারটি, সাইজ-২ এর হ্যান্ডবল চারটি, দাবা সেট আটটি, ক্যারাম বোর্ড সেট দুটি, ক্রিকেট সেট তিনটি বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়