ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেষ দিনে চলছে গণটিকা কার্যক্রম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২১
শেষ দিনে চলছে গণটিকা কার্যক্রম

ছবি: রাইজিংবিডি

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)। 

সকালে রাজধানীর হাতিরপুল এলাকার সিটি করপোরেশন ওয়ার্ড কার্যালয় টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।  সকাল ৯টা থেকে টিকাদান শুরু হয়েছে।  তবে সকাল ৭টারও আগে থেকে পুরুষ এবং নারীরা টিকার জন্য লাইন দিয়েছেন বলে জানিয়েছেন বাজারের মুদি দোকানী মনির মিয়া।

দেশে মোট ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভার পাশাপাশি সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে।  প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলছে এই কার্যক্রম।

সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে।  মোট দেওয়া হবে ৮০০ জনকে।  এর মধ্যে ৫০০ জন পুরুষ এবং ৩০০ জন নারীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার দায়িত্বে থাকা কর্মী মোকলেসুর রহমান বিপ্লব।  

মেয়া/সারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়