ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছোটরা স্বাস্থ্য সুরক্ষা মান‌ছে, ব‌ড়রা নিয়ম ভাঙ‌ছে

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২১  
ছোটরা স্বাস্থ্য সুরক্ষা মান‌ছে, ব‌ড়রা নিয়ম ভাঙ‌ছে

স্বাস্থ্য‌বি‌ধি মান‌ছেন না অ‌ভিভাবকরা

দীর্ঘ ১৮ মাস প‌রে বিশ্ব‌বিদ্যালয় ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দেওয়া হ‌য়ে‌ছে। স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে শিক্ষার্থীরা ক্লাস শুরু কর‌লেও মাস্ক পরাসহ নানাবিধ স্বাস্থ্য‌বি‌ধি মান‌ছেন না অ‌ভিভাবকরা।

বুধবার (১৫ সে‌প্টেম্বর) স‌রেজ‌মিন গবর্ন‌মেন্ট ল্যাব‌রেট‌রি হাই স্কুল, উদয়ন উচ্চ মাধ্য‌মিক বিদ্যালয় এবং টিকাটু‌লি কামরুন্নেসা উচ্চ বা‌লিকা বিদ্যালয় ঘু‌রে দেখা গে‌ছে, শিক্ষার্থীরা মাস্ক প‌রে বিদ্যাল‌য়ে প্রবেশ কর‌লেও বাই‌রে অ‌পেক্ষমান তা‌দের অ‌ভিভাবকরা মাস্ক পরা, সামা‌জিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য‌বি‌ধির তোয়াক্কা করছেন না।

এ বিষ‌য়ে গভর্মেন্ট ল্যাব‌রেট‌রি হাই স্কু‌লের সহকা‌রি প্রধান শিক্ষক দেওয়ান তা‌হেরা আক্তার রাই‌জিং‌বি‌ডি‌কে ব‌লেন, আমা‌দের ছাত্ররা স্কু‌লে নিরাপদ ও সুর‌ক্ষিত। ওরা শতভাগ মাস্ক প‌রে ক্লাস কর‌ছে। নিয়ম ক‌রে হাত প‌রিষ্কার কর‌ছে। আমরা নতুন ক‌রে ক‌য়েকটা বে‌সিন ব‌সি‌য়ে‌ছি। যা‌তে হ্যান্ডওয়াশ র‌য়ে‌ছে। ক্লা‌সেও এক বেঞ্চে দুজন ক‌রে বস‌ছে।

তি‌নি আরও ব‌লেন, ছাত্রদের নি‌য়ে সমস্যা নেই। সমস্যা হ‌চ্ছে, ও‌য়ে‌টিং জো‌নে থাকা অ‌ভিভাবকরা সেভা‌বে স্বাস্থ্য‌বি‌ধি মান‌ছেন না। তারা পাশাপা‌শি বস‌ছেন, মাস্ক ঠিক ম‌তো ব্যবহার কর‌ছেন না। আমরা বারবার তা‌দেরকে এ ব্যাপা‌রে নো‌টিশ কর‌ছি। তারা স্কু‌লের নি‌র্দেশনা না মান‌লে আগামী সপ্তাহ থে‌কে আমরা তা‌দের‌কে স্কু‌লের ভেতর প্রবেশের অনুমতি দেবো না।

স্বাস্থ্য‌বি‌ধি মানা প্রস‌ঙ্গে একজন অ‌ভিভাবক মমতাজ বেগম শিলা ব‌লেন, আমরা এখা‌নে ৩ থে‌কে ৪ ঘণ্টা থা‌কি। এই গর‌মে এত দীর্ঘ সময় মাস্ক প‌রে থাকা কষ্টকর। ত‌বে সা‌র্বিক স্বা‌র্থে সবারই মাস্ক পরা এবং স্বাস্থ্য‌বি‌ধি মানা উ‌চিৎ ব‌লে ম‌নে ক‌রেন এই অ‌ভিভাবক।

টিকাটু‌লি কামরু‌ন্নেসা উচ্চ বা‌লিকা বিদ্যাল‌য়ের শিক্ষক আবদুল ওয়াদুদ ব‌লেন, আমা‌দের বিদ্যাল‌য়ের শতভাগ শিক্ষার্থী মাস্ক প‌রে আ‌সে। বিদ্যাল‌য়ে হাত ধোয়া এবং স্যা‌নিটাই‌জেশ‌নের পর্যাপ্ত ব্যবস্থা ক‌রে‌ছি। অ‌নেক সময় মাস্ক প‌রে ক্লাস কর‌তে অসু‌বিধা হ‌লেও শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা‌কে জীব‌নের অংশ হি‌সে‌বে মে‌নে নি‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, আমা‌দের বিদ্যাল‌য়ের ভেত‌রে অ‌ভিভাবক‌দের বসার কোন ব্যবস্থা নেই। ত‌বে গেটের বাই‌রে অ‌ভিভাবকরা অ‌নে‌কে জটলা ক‌রে থা‌কেন। সেখা‌নে স্বাস্থ্য‌বি‌ধি ঠিক মতো মানা হয় না। অ‌ভিভাবক‌দের এই বিষয়টায় গুরুত্ব দেওয়া উ‌চিৎ।

রাজধানীর বেশিরভাগ স্কুলের গেটে অভিভাবকদের ভিড় দেখা গেছে। স্কুলে ছাত্র এবং শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে চললেও গেটের বাইরে দাড়িয়ে থাকা অভিভাবকরা নিয়ম-নীতি পালনে অনীহা দেখাচ্ছেন। 

স্বাস্থ্য‌বি‌শেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর এ প্রসঙ্গে ব‌লেন, ক‌রোনা সংক্রমণ এবং মৃত্যু কম‌লেও সবাই‌কে নিয়‌মিত স্বাস্থ্য‌বি‌ধি মান‌তেই হ‌বে। এর কো‌নো বিকল্প নেই। সবাই‌কে নিয়‌মিত মাস্ক পর‌তে হ‌বে। টিকা নি‌লেও সতর্ক হ‌য়ে চলা‌ফেরা কর‌তে হ‌বে।

ঢাকা/ মেয়া/ এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়