ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কাবুল থেকে দেশে ফিরলেন আরও ৬ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ১৫ সেপ্টেম্বর ২০২১  
কাবুল থেকে দেশে ফিরলেন আরও ৬ বাংলাদেশি

ফাইল ছবি

আফগানিস্তান থেকে আরও ছয় জন বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। কাবুল ত্যাগ করে স্পেনের মার্কিন ঘাঁটিতে আশ্রয় পেয়েছিলেন তারা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় এসে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে ওই বাংলাদেশিদের উদ্ধারের পর গত ২৮ আগস্ট সৌদি আরবের রিয়াদে নিয়ে যায়। এরপর গত ৩০ আগস্ট মার্কিন সামরিক বিমানে করে স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে তাদের নামিয়ে দেওয়া হয়।

মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে তারা রোটা সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। বাংলাদেশে ফেরার জন্য তারা দূতাবাসের সহযোগিতা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে ফেরাতে সহযোগিতা করার জন্য দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরিয়ে আনে।

প্রসঙ্গত, এর ফলে আফগানিস্তানে থাকা মোট ৩০ বাংলাদেশির মধ্যে ২৩ জন দেশে ফিরলেন।

ঢাকা/হাসান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়