ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ঢাবির সিন্ডিকেট মিটিং আজ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ঢাবির সিন্ডিকেট মিটিং আজ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারিণী ফোরাম সিন্ডিকেটের সভা আজ ১৮ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান এই সিন্ডিকেট সভা আহ্বান করেন।  এতে আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের জন্য আবাসিক হল এবং ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিসি স্যার জরুরি সিন্ডিকেট মিটিং কল করেছেন। আজ সেটি অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে।

ইয়ামিন/সুমি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়