ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৯৭ দিন পর করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২১ সেপ্টেম্বর ২০২১  
১৯৭ দিন পর করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে

দীর্ঘ ১৯৭ দিন পর আজ (২১ সেপ্টেম্বর) করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা শনাক্তের হার ৪.৬৯ শতাংশ। এর আগে চলতি বছরের ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ‌্যে ১ হাজার ৫৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত হলেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন। এ পর্যন্ত বাংলাদেশে করোনায় প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ২৭৭ জনের।

অপরদিকে, এ বছরের ২৪ জুলাই আক্রান্তের হার ছিল সর্বোচ্চ ৩২.৫৫ শতাংশ। ‌সে‌দিন সারা দেশে করোনা পরীক্ষা করেছিলেন ২০ হাজার ৮২৭ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের দেহে। ২৪ জুলাই করোনায় মারা গেছেন ১৯৫ জন। সেদিন পর্যন্ত মোট মৃত্যু হয়েছিল ১৯ হাজার ৪৬ জনের।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট থেকে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। কমছে মৃত্যুও। সর্বশেষ গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন ১০৪ জন। এর ৬০ দিন পরে ২৮ আগস্ট করোনায় মৃত্যু ১০০ জনের নিচে নেমে আসে। সেদিন মৃত্যু হয় ৮০ জনের। ২৮ আগস্ট থেকেই মৃত্যুর পরিমাণ ১০০ এর নিচেই আছে।

মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়