ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জঙ্গিবাদের মতো কিশোর গ্যাংও নির্মূল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২০:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২১
জঙ্গিবাদের মতো কিশোর গ্যাংও নির্মূল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জঙ্গিবাদের মতো কিশোর গ্যাংও এ দেশ থেকে নির্মূল করা হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মধুবাগে আসাদুজ্জামান কমপ্লেক্সে ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন’ শীর্ষক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশে একসময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান হয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এলিট ফোর্স র‌্যাবের সাহসী এবং সুদক্ষ কর্মকাণ্ডের কারণে জঙ্গিবাদ অনেকাংশে নিয়ন্ত্রণে আছে। তাদের আর মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সক্ষমতাও নেই। ঠিক তেমনই সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা কিশোর গ্যাংকেও একইভাবে নির্মূল করা হবে। এজন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। কিশোর গ্যাং ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণ করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে তাদের বাবা-মাকে। সন্তান স্কুলে যাওয়ার নাম করে কোথাও যাচ্ছে কি না, বাসায় থাকলে সে ইন্টারনেটে কী করছে, এসব দেখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কিশোর গ্যাংয়ের নেপথ্যে কারা আছে, তাদের নাম যদি সুনির্দিষ্টভাবে পাওয়া যায়, তাদের আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই কিশোর গ্যাং কালচার এ দেশে গড়ে উঠতে দেওয়া হবে না। র‌্যাবের এ কর্মসূচি দেশব্যাপী অব্যাহত থাকবে। কেউ যদি এ ধরনের অপরাধ সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য পান, তাহলে আমাদের জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।’

ঢাকা/মাকসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়